ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ফুটবল

রোমায় যোগ দিচ্ছেন দিবালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, জুলাই ১৮, ২০২২
রোমায় যোগ দিচ্ছেন দিবালা

জুভেন্টাসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় বর্তমানে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে রয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তাকে দলে ভেড়াতে এবার আগ্রহ প্রকাশ করছে ইতালিয়ান ক্লাব রোমা।

 

স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্রাব্রিজিও রোমানোর খবর অনুযায়ী, রোমার সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন দিবালা। ২০২৫ সাল পর্যন্ত হোসে মরিনিয়োর ক্লাবে থাকবেন তিনি।

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্তাসের টানা পাঁচ বছরের লিগ শিরোপা জয়ে দিবালার অনবদ্য অবদান ছিল। চারবার কোপা ইতালিয়ার শিরোপার পাশাপাশি জুভেন্টাসকে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন আর্জেন্টাইন এই তারকা। গত মৌসুমে ২৯ ম্যাচে রোমার জার্সিতে করেছেন ১৩ গোল।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।