ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলে খেলবে না আতলেতিকো-জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলে খেলবে না আতলেতিকো-জুভেন্টাস

কয়েকদিন আগেই ইসরায়েলের মাটিতে ফরাসি সুপার কাপে মাঠে নেমেছিল পিএসজি ও নঁতে। ম্যাচটিতে জয় পেয়ে শিরোপা জিতে নেয় মেসি-নেইমাররা।

একই মাঠে সোমবার (৮ আগস্ট) খেলার কথা ছিল আতলেতিকো মাদ্রিদ ও জুভেন্টাসের। কিন্তু নিরাপত্তা শঙ্কায় ম্যাচটি বাতিল করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) যৌথ বিবৃতিতে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিশ্চিত করে আতলেতিকো ও জুভেন্টাস দুই ক্লাবই।

এদিন গাজায় ইসরায়েল বিমান হামলা চালানোর জবাবে রকেট ছুঁড়েছে ফিলিস্তিন। এ নিয়ে উত্তপ্ত রয়েছে দুই দেশের সার্বিক পরিস্থিতি। যে কারণে তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আতলেতিকো-জুভেন্টাস।

এদিকে নতুন মৌসুমে সেরি’আর দল জুভেন্টাস আগামী ১৫ আগস্ট মাঠে নামবে; সাসুয়োলোর বিপক্ষে। অপরদিকে স্প্যানিশ ক্লাব আতলেতিকো গেতাফের বিপক্ষে মাঠে নেমে লা লিগা মিশন শুরু করবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।