ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোকে বদলি হিসেবে নামিয়েও শেষরক্ষা হলো না ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
রোনালদোকে বদলি হিসেবে নামিয়েও শেষরক্ষা হলো না ইউনাইটেডের বদলি হিসেবে নামার আগে বেঞ্চে বসে দলের দুর্দশা দেখলেন রোনালদো

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা। নতুন কোচ এরিক টেন হাগের অভিষেক ম্যাচ।

সবমিলিয়ে উৎসবের সব প্রস্তুতি নিয়ে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা। কিন্তু ম্যাচ শেষে তাদের হতাশা নিয়ে ফিরতে হলো।  

প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটনের কাছে ১-২ গোলে হেরেছে ইউনাইটেড। প্রথমার্ধেই প্যাসকেল গ্রসের জোড়া গোলে এগিয়ে ছিল ব্রাইটন। এরপর দ্বিতীয়ার্ধে নিজেদের জালে বল জড়িয়ে স্বাগতিকদের ব্যবধান কমাতে সহায়তা করেন ম্যাক অ্যালিস্টার।

গত মৌসুমেও ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাইটন। সেবার নিজেদের ইতিহাসে প্রথমবার লিগে নবম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল গ্রাহাম পটের শিষ্যরা।

দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে শুরুর একাদশে রাখেননি টেন হাগ। বেঞ্চে বসে প্রথমার্ধে দলের বেহাল দশা দেখলেন তিনি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামলেও পার্থক্য গড়তে পারলেন না পর্তুগিজ উইঙ্গার। ম্যাক অ্যালিস্টারের ভুলে ব্রাইটন একটা গোল হজম না করলে ব্যবধানটা আরও বড় দেখাতো।  

 বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।