ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

ফুটবল

 শ্রীলঙ্কায় সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, আগস্ট ৮, ২০২২
 শ্রীলঙ্কায় সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলবে বাংলাদেশ

সদ্যই ভারতে অনুষ্ঠিত হওয়া সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলেছে বাংলাদেশ। এবার সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে খেলবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু করে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আজ বাফুফের ডেভলপমেন্ট কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বয়সভিত্তিক পরিসরে বাংলাদেশ দল নিজেদের বেশ ভালো ভাবেই মেলে ধরছে। আগামীতে নতুন ফুটবলার তৈরিতে বয়সভিত্তিকক দলগুলোকে আরও বেশি প্রতিযোগিতায় খেলানোর প্রয়োজন বলে মনে করেন ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক।  

ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বলেন, ‘বয়সভিত্তিক দলগুলো এখন ভালো করছে। তাদের যতবেশি প্রতিযোগিতা মূলক  ফুটবল খেলাতে পারবো এটা আমাদের ফুটবলের জন্যই ভালো। যত বেশি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট খেলবে তারা তাদের মধ্যে জয়ের ক্ষুধা ততই বাড়বে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্ট, আগস্ট ০৮, ২০২২
এআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।