ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফ্রান্স

প্যারিসে লেখক এম. নজরুলকে সংবর্ধনা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৬
প্যারিসে লেখক এম. নজরুলকে সংবর্ধনা

ঢাকা: অস্ট্রিয়াপ্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম. নজরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সর্বইউরোপিয়ান আওয়ামী লীগ। নজরুল সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

গত শনিবার (০৭ মে) সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের পারমেনটিয়েরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অনিল দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালন‍া করেন সাধারণ সম্পাদক এমএ গণি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনটির সহ-সভাপতি আবদুল্লাহ আল বাকী, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, সদস্য মুজিবুর রহমান, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাঈদ ফারুক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, বেলজিয়াম আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, শহীদুল হক ও ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু।

এতে আরও বক্তব্য রাখেন- সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. ফরহাদ আলী খান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাবেক সভাপতি নাজিমউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা এনামুল হক, আতিকুজ্জামান ও যুক্তরাজ্য যুব লীগের সভাপতি ফখরুল ইসলাম মধুসহ বিভিন্ন দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ১৩, ২০১৬
এসএস/আরবি/এসএনএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।