ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৪ লাখ ৭৮ হাজার ৩৫০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল।  

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৩ হাজার ৫০০ শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ২৪ হাজার ৮৫০ জন শিশুকে খাওয়া হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সভায় সিভিল সার্জন ডা. রামপদ রায় এ তথ্য জানান।  

তিনি বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি জেলার ১৩টি স্থায়ী ও ২ হাজার ২০৫টি অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।  

সভায় আরও বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তফা মহিউদ্দিন, মেডিকেল অফিসার ডা. ইউসুফ আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খানা হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।