ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু, সচেতনতা বাড়াতে সড়কে টাঙানো হলো মশারি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ডেঙ্গু, সচেতনতা বাড়াতে সড়কে টাঙানো হলো মশারি 

বরিশাল: ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন করতে অভিনব পন্থায় সড়কের ওপর মশারি টাঙিয়ে প্রচার-প্রচারণা করেছেন বেসরকারি শিশু সংগঠন লাল সবুজ সোসাইটি।

শনিবার ( ০৫ আগস্ট) বেলা ১১ টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের সড়কে বসে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী ও লেখক সাইফুল্লাহ নবীন, লাল-সবুজ সোসাইটির আয়োজক মো. রফিক, আফরোজা সুরভী, রিফাত হাসান, ইমন, আসিফ ইকবাল জুবায়ের ও হাসিবুল ইসলাম।  

লালসবুজ সোসাইটির সদস্যরা হ্যান্ডমাইক দিয়ে নগরীতে চলাচলরত পথচারীদের মাঝে ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা বিষয়ে লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।