ঢাকা: প্রত্যন্ত অঞ্চলে বিনামুল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদান রাখায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে (জেবিএফএইচ) আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড দিয়েছে পেলোফাউন্ডেশন অফ ফ্লোরিডা (ফোবানা) ২০১২।
গত ৩ সেপ্টেম্বর, ২০১২ইং ২৬তম ফোবানা কনভেনশনে (নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেশন) ফ্লোরিডায় ফোর্ট লাউডারডিল, ব্রয়ার্ড কাউন্টি কনভেনশন সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে জেবিএফএইচ চেয়ারম্যান বিশিষ্ট ব্যথা (ট্রমা) বিশেষজ্ঞ প্রফেসর ডা. জোনাইদ শফিক এবং ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট লেপারোস্কোপিক সার্জন প্রফেসর ডা. সরদার এ নাঈম পদকটি গ্রহন করেন।
জেবিএফএইচ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে গত ৬ বছর যাবৎ প্রতিমাসে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। বিশেষ করে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা, কৃষকের স্বাস্থ্যসেবা, মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্যসেবা, দুর্গত এলাকায় তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা, জাতীয় টিকা দিবসসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসগুলোতে জেবিএফএইচ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করে আসছে।
জেবিএফএইচ পরিচালক মাহাবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যসেবার পাশাপাশি গণস্বাস্থ্য সচেতনতা, টেলিভিডিও কনফারেন্স, স্কুল-কলেজ ছাত্র/ছাত্রীদের ফার্স্ট এইড ট্রেনিং, প্রান্তিক মানুষের পেশাজীবী স্বাস্থ্য কর্মশালাও চালিয়ে আসছে জেবিএফএইচ।
মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাদের সঙ্গে সক্রিয়ভাবে যারা অংশ নিয়েছেন তাদের সবার প্রতি কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেবিএফএইচ।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর