ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত প্রতীকী ছবি

ঢাকা: দেশে প্রথমবারের মতো পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর জানায়, পাঁচজন রোগীর নমুনায় এ ভাইরাস পাওয়া গেছে।

রিওভাইরাস শনাক্ত হওয়াদের কেউই গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভোগেননি। চিকিৎসার পর তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন গণমাধ্যমকে বলেন, সম্প্রতি নিপাহ ভাইরাসের মতো উপসর্গ থাকায় ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে রিওভাইরাস শনাক্ত করা হয়েছে। নতুন জীবাণু নিয়ে আইইডিসিআরের নিয়মিত গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে এ নমুনাগুলো পরীক্ষা করা হয়।

রিওভাইরাস প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ভাইরাস সাধারণত কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। এর উপসর্গের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া অন্তর্ভুক্ত। গুরুতর ক্ষেত্রে এটি নিউমোনিয়া বা মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ। এ ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।

বাংলাদেশে প্রথমবার দেখা মিললেও রিওভাইরাস ১৯৫০ সালে বিশ্বে প্রথমবারের মতো শনাক্ত হয়। শীতকালে এ ভাইরাসের প্রাদুর্ভাব বেশি দেখা যায়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।