ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

এ বছর খুলনায় করোনায় প্রথম মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, জুলাই ২১, ২০২৫
এ বছর খুলনায় করোনায় প্রথম মৃত্যু

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।

এটিই এ বছরের খুলনায় প্রথম করোনায় মৃত্যু।

রোববার (২০ জুলাই) দিবাগত রাত ৩ টা ২০ মিনিটে তার মৃত্যু হয় বলে খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে রোববার (২০ জুলাই) বিকেলে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।