ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে চিকিৎসক দলটি বার্ন ইনস্টিটিউটে যান এবং হাসপাতালটিতে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসক বলেন, ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসে এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তারা দগ্ধদের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। এখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
ভারতীয় বিশেষজ্ঞদের রোগীদের সম্পর্কে সবকিছু অবগত করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ভার্চু্যয়াল আলোচনা হয়েছে। পাশাপাশি গতকাল সিঙ্গাপুরের চিকিৎসকরা হাসপাতালে এসে রোগীদের সরাসরি দেখেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিমান দুর্ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক অবস্থা এবং সারাদিনের ঘটনাপ্রবাহ সম্পর্কে রাত আটটায় সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার (২৩ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় জানিয়েছে। অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগগিরই ঢাকায় এসে রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন। তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার ওপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছাতে পারে।
গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।
এজেডএস/এসআইএস