ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

স্বাস্থ্য

বসুন্ধরা আই হসপিটালের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, আগস্ট ৩, ২০২৫
বসুন্ধরা আই হসপিটালের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন চক্ষু পরীক্ষা ক্যাম্পেইন। ছবি: জি এম মুজিবুর

ব্রাইটার লাইফ স্কুল, ফেইথ বাংলাদেশ ও বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষায় বিনামূল্যে চোখের স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে রাজধানীর লালমাটিয়ার ব্রাইটার লাইফ স্কুলে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা অনেক সময় তাদের দৃষ্টিসংক্রান্ত সমস্যার কথা প্রকাশ করতে পারে না বা বুঝতেও পারে না যে তারা ঠিকমতো দেখতে পাচ্ছে না। ফলে এসব সমস্যা অজান্তেই রয়ে যায়, যা শিশুর শেখার সক্ষমতা, আচরণ এবং সামাজিক যোগাযোগে প্রভাব ফেলে। তবে সময়মতো এসব সমস্যা শনাক্ত ও চিকিৎসা করা গেলে একটি শিশুর জীবন আমূল পরিবর্তন করা সম্ভব।

এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দৃষ্টিসংক্রান্ত যেকোনো সমস্যা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা, যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে সহায়তা করা। পাশাপাশি শিশু ও তাদের অভিভাবকদের মাঝে চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোও ছিল এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

দিনব্যাপী এই চক্ষু পরীক্ষায় প্রায় ৬০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর চোখ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চক্ষু স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

ফেইথ বাংলাদেশের নির্বাহী পরিচালক নিলুফার আহমেদ করিম বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই প্রচেষ্টা। চোখের সুস্থতা মানেই শিশুর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ উন্নয়নের পথকে সুগম করা। এই ক্যাম্পেইন সেই উদ্দেশেই একটি ছোট পদক্ষেপ।

এই আয়োজন প্রসঙ্গে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চক্ষুসেবায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশে এখনও এই শিশুদের জন্য বিশেষায়িত চোখের চিকিৎসাসেবা খুবই সীমিত। এমন বাস্তবতায় প্রতিষ্ঠানটি এই ক্যাম্পেইনের মাধ্যমে একটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে। তারা শুধু কারিগরি সহায়তাই দেয়নি বরং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চক্ষু যত্নে সচেতনতা বাড়ানো এবং ভবিষ্যতে এই খাতে সেবা সম্প্রসারণের অঙ্গীকারও করেছে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের নেতৃত্বে ক্যাম্পেইনে চক্ষু চিকিৎসাসেবা দেন- ডা. নাবিলা কবির, মো. রুবেল রানা, নিশিতা দাশ, শাহিদা আরবী মিতু, মো. আবু তোয়াব।  

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চক্ষু স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সহায়তা করতে প্রস্তুত। এই শিশুদের চোখের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে তাদের মানসিক ও সামাজিক বিকাশে বড় পরিবর্তন আনা সম্ভব।  

আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।