ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

২০৫০ সালে এক-তৃতীয়াংশ মানুষ বার্ধক্যে উপনীত হবে: সমাজকল্যাণ সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, সেপ্টেম্বর ৮, ২০২৫
২০৫০ সালে এক-তৃতীয়াংশ মানুষ বার্ধক্যে উপনীত হবে: সমাজকল্যাণ সচিব

বাংলাদেশে বর্তমানে ষাটোর্ধ্ব মানুষ মোট জনসংখ্যার ১০ শতাংশ। ২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যার তিন ভাগের একভাগ মানুষ বার্ধক্যে উপনীত হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত একটি সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সভাপতি ড. মোহাম্মদ আবু ইউছুফ।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশিন (বিপিএ) এবং সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদের উদ্যোগে ‘বয়স্ক মানুষের শারীরিক সুস্থতা ও বয়সজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবু ইউছুফ বলেন, “বাংলাদেশে বর্তমানে ষাটোর্ধ্ব মানুষ মোট জনসংখ্যার ১০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যার তিনভাগের একভাগ মানুষ বার্ধক্যে উপনীত হবে। বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি একটি কার্যকর সমাধান। সরকার এ খাতে নীতি সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। ”

তিনি আশা প্রকাশ করেন, “বাংলাদেশে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন খাতে অপচিকিৎসা প্রতিরোধে ও সেবার মানোন্নয়নে রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার (ফিজিওথেরাপি) লাইসেন্স ও পেশাজীবীদের নিবন্ধন প্রদান দ্রুত বাস্তবায়িত হবে। ”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজের চেয়ারম্যান ও বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন। তিনি বলেন, “ফিজিওথেরাপি স্বাস্থ্য ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। সরকারি ও বেসরকারি সমন্বয় বাড়লে এ খাত আরও শক্তিশালী হবে। ”

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশিনের (বিপিএ) সাংগঠনিক সম্পাদক ডা. মো. নেছার উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ; ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ; ডা. মো. রিজওয়ানুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদপ্তর এবং সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএর সাধারণ সম্পাদক ডা. এম শাহাদাৎ হোসেন এবং সমাপনী বক্তব্য দেন বিপিএ’র সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন।

বক্তারা দ্রুত সময়ে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল থেকে  ফিজিওথেরাপি চিকিৎসকদের লাইসেন্স ও নিবন্ধন ও প্রাইমারি লেভেল থেকে টারশিয়ারি লেভেল পর্যন্ত ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে নবম গ্রেডে নিয়োগের ব্যাপারে সরকারের কাছে দাবি জানিয়েছেন।

সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিজিওথেরাপি চিকিৎসক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ আয়োজনের মাধ্যমে দেশে ফিজিওথেরাপি সেবা আরও বিস্তৃত ও গ্রহণযোগ্য হবে।

টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।