রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে।
এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জগন্নাথপুর এলাকার জেমস (১৪) ও নাটোরের বড়াইগ্রাম এলাকার ইসরাফিল (৩৫)।
বৃহস্পতিবার রাতে রামেক হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
এ নিয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপাহ ভাইরাসে আক্রান্ত মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
বর্তমানে আরও ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, জেমস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এবং ইসরাফিল রাত পৌনে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাদের দুইজনকেই ভর্তি করা হয়েছিল ১৭ নম্বর ওয়ার্ডে। সেখানেই ইসরাফিল মারা যান। পরে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য আলাদা খোলা ওয়ার্ডে নিয়ে যাওয়ার পথে জেমস মারা যান।
রামেক ওয়ার্ড মাস্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই দুই রোগী নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিল তা চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে নিপাহ ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনোরঞ্জন দাসের আট বছরের ছেলে সাগর, রাজশাহীর গোদাগাড়ী সদর উপজেলার তিন বছরের মেয়ে রাখি, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন ও পাবনার চাটমোহর উপজেলার কাটাখালি গ্রামের জিন্না আলী মারা যান।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর eic@banglanews24.com