ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মানিকগঞ্জ সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. সিদ্ধেশ্বর মজুমদারের সভাপতিত্বে হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন।



এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাসুদ করিম, পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া, জেলা চেম্বার অ্যান্ড কর্মাসের সভাপতি সুদেব সাহা, জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল।

এ সময় বক্তারা জানান, মানিকগঞ্জবাসীর স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার জন্যে জেলা সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।