ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শিশু অসুস্থ গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৩
শিশু অসুস্থ গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

ঢাকা: ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন `এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

কিন্তু একটি চক্র গুজব ছড়িয়ে দেয় যে, ভিটামিন `এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর শিশু অসুস্থ এমনকি মৃত্যু হচ্ছে। এরপর দেশের বিভিন্ন স্থানে অভিভাবকরা শিশুদের হাসপাতালে নিয়ে যান।

এর পরিপ্রেক্ষিতে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক গবেষণাগারে পরীক্ষা দ্বারা মানসম্পন্ন, জীবাণুমুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেশব্যাপী খাওয়ানো হয়েছে। এ নিয়ে দেশে একটি কুচক্রীমহল বিভিন্ন স্থানে অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে আতঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

জনগণকে এ গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেলে  অনেক শিশুর বমি বমি ভাব হতে পারে। এছাড়া  বাচ্চাদের একটু ঘুম ঘুম ভাব হতে পারে। এতে মৃত্যুর কোনো ঝুঁকি নেই।

বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা মার্চ ১২, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।