ঢাকা: ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন `এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
এর পরিপ্রেক্ষিতে রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক গবেষণাগারে পরীক্ষা দ্বারা মানসম্পন্ন, জীবাণুমুক্ত এবং সম্পূর্ণ নিরাপদ ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেশব্যাপী খাওয়ানো হয়েছে। এ নিয়ে দেশে একটি কুচক্রীমহল বিভিন্ন স্থানে অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে আতঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
জনগণকে এ গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খেলে অনেক শিশুর বমি বমি ভাব হতে পারে। এছাড়া বাচ্চাদের একটু ঘুম ঘুম ভাব হতে পারে। এতে মৃত্যুর কোনো ঝুঁকি নেই।
বাংলাদেশ সময়: ২৩৫৪ ঘণ্টা মার্চ ১২, ২০১৩
এমআইএইচ/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর


