ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ভোলায় ২৫০শয্যা সদর হাসপতালের ভিত্তি প্রস্তর স্থাপন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ৯, ২০১৩
ভোলায় ২৫০শয্যা সদর হাসপতালের ভিত্তি প্রস্তর স্থাপন

ভোলা: ভোলা সদর হাসপাতালের ২৫০শয্যা উন্নীত করণের ভিত্তি প্রস্তর স্থাপন করে উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর হাসপাতাল চত্বরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।



এ সময় উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-২ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম নিয়াজ উদ্দিন।

পরে মন্ত্রী ভোলা সদর হাসপাতালের ইপিআই কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
 
এরপরেই ভোলা সিভিল সার্জন ডা. ফরিদ আহমদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসক, নার্সসহ রাজনৈতিক সংগঠনের নেতারা প্রধান অতিথিকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ভোলা সদর হাসপাতালটি দীর্ঘদিন থেকে ১০০ শয্যার কার্যক্রম চলার পর সর্বস্তরের দাবির মুখে ২৫০ শয্যার কার্যক্রম চালু করার উদ্যোগ নেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ০৯, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।