ঢাকা: কৃষিভিত্তিক সামাজিক সংগঠন অ্যাগ্রোবাংলা এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র(ক্যাব) উদ্যোগে ৯১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নিরাপদ খাদ্য, পানি বিষমুক্ত কৃষিপণ্য প্রাপ্তি ও জন সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, সারা দেশ আজ বিষযুক্ত খাদ্য এবং অনিরাপদ পানির আধার হয়ে উঠেছে। এখনই যদি অবাধ এ চলমান পক্রিয়াকে থামানো সম্ভব না হয় তবে ভবিষ্যতে দেশ ভয়াবহ বিপদের সম্মুখীন হবে। আগামী প্রজন্মের সুস্থ-বিকাশ বাধাগ্রস্থ হবে যে প্রভাব পড়বে পুরো জাতির জীবনে।
অনুষ্ঠানে ক্যাবের পোগ্রাম অফিসার উদয় চ্যাটার্জী, অধ্যাপক মাসুদ ইবনে রহমান, সমাজকর্মী মির্জা গোলাম রাশেদ, আইটি বিশেষজ্ঞ রাশেদুল হাসান এবং নব-গঠিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, মে ৩১, ২০১৩