ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দায়িত্ব নিলেন বিএসএমএমইউ’র ডিনরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
দায়িত্ব নিলেন বিএসএমএমইউ’র ডিনরা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়য়ের (বিএসএমএমইউ) নবনির্বাচিত ডিনরা দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে তারা নিজ নিজ অনুষদের দায়িত্ব বুঝে নেন।


 
দায়িত্বগ্রহণকারী ডিনরা হলেন— মেডিসিন অনুষদের অধ্যাপক এবিএম আব্দুল্ল‍াহ, সার্জারি অনুষদের অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের অধ্যাপক এম ইকবাল আর্সলান এবং ডেন্টাল অনুষদের অধ্যাপক আলী আসগর মোড়ল।
 
এর মধ্যে ডেন্টাল অনুষদে অধ্যাপক আলী আসগর মোড়ল প্রথমবারের মতো এবং অন্য ডিনরা পুনরায় দায়িত্বভার নিলেন।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মেডিসিন অনুষদে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আব্দুল্লাহ ভোটে নির্বাচিত হন। অন্য ডিনরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
দায়িত্বভার গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের মিলন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নবনির্বাচিত ডিনদের শুভেচ্ছা জানান।
 
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, ডেন্টাল অনুষদের সদ্য বিদায়ী ডিন অধ্যাপক শামসুল আলম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক শাহানা আখতার রহমান, অধ্যাপক সৈয়দ আতিকুল হক, অধ্যাপক এম আফজাল হোসেন, অধ্যাপক কামরুল হাসান খান, অধ্যাপক শারফুদ্দিন আহমেদ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সায়েদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত ডিনদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিএসএমএমউয়ের শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৩
এমএন/টিকে/এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।