ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চেহারায় বয়সের ছাপ না থাকলে বাঁচবেন বেশি!

মো. আজিবুর রাহমান রাজিব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
চেহারায় বয়সের ছাপ না থাকলে বাঁচবেন বেশি!

ঢাকা: শিরোনাম দেখে আঁতকে ওঠার কিছু নেই! সত্যিই আপনার চেহারায় যদি বয়সের ছাপ না থাকে তবে বেশি দিন বাঁচবেন!

সম্প্রতি এক গবেষণা শেষে এমন সুখবরই দিয়েছেন ডেনমার্কের গবেষকরা! ৩৮৭ জোড়া জমজ মানুষের ওপর গবেষণা চালিয়ে তারা জানান, বয়স বেশি হলেও যাদের চেহারায় যৌবনের ছাপ থেকে যায় তারা বেশি দিন বাঁচেন। আর যাদের চেহারায় বয়সের চেয়ে বেশি ছাপ ফুটে ওঠে তারা তুলনামূলক কম দিন বাঁচেন!

তাছাড়া ড্যানিশ গবেষকরা দাবি করেন, মানুষের চেহারার সঙ্গে বয়সের তারতম্য করে তিনি কতদিন বাঁচবেন তাও বলা সম্ভব!

গবেষণা শেষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মানুষের শরীরে ‘টেলমার’ নামে এক ধরনের ডিএনএ আছে।

এই টেলমারের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী মানবদেহে কোষ বাড়তে থাকে। এই ডিএনএ’র সঙ্গেই চেহারার সম্পর্ক রয়েছে। এই ডিএনএ লম্বায় যত ছোট হবে চেহারায় তত তাড়াতাড়ি বয়সের ছাপ পড়বে এবং শরীরে বিভিন্ন রোগ দেখা দেবে।

অন্যদিকে, যাদের টেলমার লম্বায় বড় তাদের চেহারায় বয়সের ছাপের পরিবর্তে অনেক বেশি তারুণ্য ফুটে ওঠে।

সাউদার্ন ডেনমার্ক ইউনিভার্সিটির একদল গবেষক কয়েক জোড়া জমজ মানুষের ওপর ৭ বছর গবেষণা করে দেখেন, চেহারায় বয়সের ছাপ বোঝা গেছে এমন লোকটি তরুণ চেহারার লোকটির আগে মারা গেছেন।

গবেষক অধ্যাপক ক্রিস্টেনসেন বলেন, সম্ভবত যারা বেশি চিন্তা করেন এবং চ্যালেঞ্জিং জীবন ধারণ করেন তারাই তাড়াতাড়ি মারা যান। চিন্তা ও চ্যালেঞ্জিং জীবনধারার কারণেই তাদের চেহারায় বয়সের ছাপ পড়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।