ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ চক্ষুসেবা ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩

সিলেট: সিলেটে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ চক্ষুসেবা ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় চক্ষুসেবা ক্যাম্পের উদ্বোধন করেন সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।



একটি বাসে স্থাপিত প্রয়োজনীয় যন্ত্রপাতি ও দক্ষ কনসালট্যান্টের মাধ্যমে মঙ্গলবার দিনব্যাপী নগরীর পুরানলেন ডায়াবেটিক হাসপাতালে এ সেবা দেওয়া হচ্ছে।

এতে একটি বড় বাসের ভেতরে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে কম্পিউটারের মাধ্যমে চোখের মণি বড় করে রেটিনার ছবি তুলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নির্ণয় ও লেজার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

এ ছাড়াও ডায়াবেটিক রোগীদের জন্য স্বল্পমূল্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনসালট্যান্টের মাধ্যমে সেবা দিচ্ছে সিলেট ডায়াবেটিক সমিতি।

এ বিষয়ে ডায়াবেটিক সমিতির কনসালট্যান্ট ডা. খোরশীদ জামান বাংলানিউজকে বলেন, ‘এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে আমরা রোগীদের লেজার দিতে পারি, রেটিনার ছবি তোলা, রেটিনার সব ধরনের পরীক্ষা, চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। ’

তিনি বলেন, ‘চোখের মধ্যে বিভিন্ন আল্ট্রাসনোগ্রাম, চোখের ছবি তোলা হয়। ’

তিনি বলেন, ‘ডায়াবেটিক রোগীদের চোখে রক্তক্ষরণ হয়। আর রোগীরা নিজেরাও বুঝতে পারেন না যে, তার চোখে রক্তক্ষরণ হচ্ছে। ফলে, লেজারের মাধ্যমে রক্তক্ষরণের জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়। ’

ডা. খোরশীদ আরো বলেন, ‘বাংলাদেশের ডায়াবেটিক সমিতির প্রায় সব হাসপাতালে এ ক্যাম্প সম্পন্ন হয়েছে। গত ছয় মাসে বাংলাদেশের প্রায় ৮০ ভাগ এলাকায় আমরা এ সেবা নিয়ে যেতে পেরেছি। প্রতি ক্যাম্পেইনে পাঁচ থেকে ছয় হাজার রোগীর সেবা দেওয়া হচ্ছে। ’

তিনি বলেন, ‘সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে সিলেটে প্রথমবারের মতো এ সেবা দেওয়া হচ্ছে। বুধবার মৌলভীবাজারে দিনব্যাপী এই ক্যাম্পেইন শুরু হবে। ’

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
এসএ/এটিআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।