দিনাজপুর: দিনাজপুরে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, সর্বস্তরের অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচি, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দিনাজপুর শাখা ও ব্র্যাকের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দিনাজপুরের সিভিল সার্জন ডা. মওদুদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. গোপীনাথ রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. নুরুল হুদা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. দিদারুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল ওয়াহেদ, জেলা ব্র্যাক প্রতিনিধি মহসীন আলী, ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিটের ম্যানেজার প্রীতি রঞ্জন দত্ত, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বৈঠকে বক্তারা বাংলাদেশে ভয়াবহ যক্ষ্মা পরিস্থিতি মোকাবেলায় সরকারের সঙ্গে ব্র্যাকসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৩
আরএমআই/পিসি/বিএসকে