ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে ১৭ বছরে ৪২৩ যক্ষা রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
হবিগঞ্জে ১৭ বছরে ৪২৩ যক্ষা রোগীর মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জে ১৯৯৬ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৭ বছরে ৪২৩ জন যক্ষা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ৩৭ হাজার ৩২৭ জন যক্ষা রোগী সনাক্ত করা হয়েছে।



সোমবার বিকেল ৪টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সভাকক্ষে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত মতবিনিময় সভায় হিড বাংলাদেশ হবিগঞ্জ’র কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, হবিগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৬টি কেন্দ্রে যক্ষা রোগ নির্ণয় ও আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. হরিপদ রায়।

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক রুহুল হাসান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী সিভিল সার্জন ডা. আবুল হাশেম।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।