ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গাজীপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে গোলটেবিল বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
গাজীপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণে গোলটেবিল বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে গাজীপুর সিভিল সার্জন অফিস ও ব্রাকের যৌথ আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন গাজীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা।

আলোচনায় নেন- নবগঠিত গাজীপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আমির হোসেন রাহাত, সহযোগী অধ্যাপক ডা. মনিরুজ্জামান, গাজীপুর সদর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. দুরুল হুদা, বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি নাটাবের গাজীপুর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন, ব্র্যাক প্রতিনিধি প্রণব কুমার রায়, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কর্মসূচির গাজীপুর জেলার  ব্যবস্থাপক হিমাংশু মোহন মন্ডল প্রমুখ।  

এছাড়া গোলটেবিল বৈঠকে গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।