ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আশুলিয়ায় খাদ্যে বিষক্রিয়া, শতাধিক শ্রমিক অসুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
আশুলিয়ায় খাদ্যে বিষক্রিয়া, শতাধিক শ্রমিক অসুস্থ

আশুলিয়া (ঢাকা): শিল্পাঞ্চল আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) খাদ্যে বিষক্রিয়ায় দু’টি কারখানার প্রায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে।

রোববার সকালে ডিইপিজেড’র নতুন জোনের এফ সি আই ও কাসিয়ানা নামে দু’টি পোশাক কারখানায় এই ঘটনা ঘটেছে।



অসুস্থদের আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ও পলাশবাড়ি এলাকার হাবীব ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এঘটনায় কারখানা দু’টিতে একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, শনিবার একই মালিকানাধীন কারখানা দু’টির চেয়ারম্যানের মেয়ের বিয়ে উপলক্ষে শ্রমিকদের জন্য কারখানায় খাবারের আয়োজন করা হয়।

দুপুরে সেই খাবার খেয়ে শ্রমিকরা বাসায় গেলে রাতের দিকে অসুস্থতা অনুভব করতে থাকেন। অনেকে অসুস্থ শরীর নিয়ে রোববার সকালে কারখানায় কাজে যোগ দিতে আসলে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।

এসময় অসুস্থ শ্রমিকদের বমি ও পেটের ব্যাথা বাড়তে থাকলে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ও হাবীব ক্লিনিকসহ কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়।

কারখানাটির ফিনিশিং ম্যানেজার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।