ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কসবায় ২০০ কিশোরকে বিনামূল্যে খৎনা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দরিদ্র পরিবারের দুইশ কিশোরকে বিনামূল্যে খৎনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে স্থানীয় সামাজিক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সার্চ’ ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় কসবা টি আলী ডিগ্রি কলেজ মাঠে এ খৎনা অনুষ্ঠিত হয়।



‘সার্চ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রাকিবুল রোমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- টি আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ তফাজ্জল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা মাহমুদ সারোয়ার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খ ম হারুনুর রশীদ ঢালী প্রমুখ।
 
সার্চ-এর সাস্থ্য বিষয়ক সম্পাদক ইয়াকুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, সাংবাদিক সোহরাব হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪
সম্পাদনা: মনিরুজ্জামান, নিউজরুম এডিটর;এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।