ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মাহবুব জামান অ্যাওয়ার্ড পেলেন ১৩ নার্স

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, মে ১২, ২০১৪
মাহবুব জামান অ্যাওয়ার্ড পেলেন ১৩ নার্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নার্সিং পেশায় বিশেষ অবদানের জন্য মাহবুব জামান অ্যাওয়ার্ড পেলেন বিভিন্ন হাসপাতালে কর্মরত ১৩ নার্স।

সোমবার সকালে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ডা. এম আর খান।



এ সময় ডা. এম আর খান বলেন, একজন নার্সের কাছে সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে রোগীর সেবায় নিবেদিত হওয়া। রোগীর স্বাস্থ্য উন্নয়নে পুরস্কার প্রাপ্তরাসহ সকল নার্স নিবেদিত প্রাণ থাকবেন, কারণ এটাই তার প্রধান দায়িত্ব।

তিনি পুরস্কারপ্রাপ্ত নার্সদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলসহ নার্সিং পেশায় সুপ্রতিষ্ঠিত হয়েছেন তাদের জীবনাচরণ অনুসরণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ।

পুরস্কার প্রাপ্ত নার্সরা হলেন, ফাতেমা খাতুন, শিল্পী রোজারিও, ঝর্ণা রানী দাস, মো. মোস্তাক আহমেদ, মো. আসাদুজ্জামান, সূর্যমুখী দাস, ফেরদৌসি বেগম রিক্তা, জীবন নাহার, কল্পনা বালা, মরিয়ম বেগম, খালেদা খাতুন, পল্লবী রুবেরু ও আনজুরা খাতুন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, মে ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।