ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নিরাপদ মাতৃত্ব নিয়ে ভিন্ন আয়োজনে আপনজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪
নিরাপদ মাতৃত্ব নিয়ে ভিন্ন আয়োজনে আপনজন

ঢাকা: নিরাপদ মাতৃত্ব দিবসকে সামনে রেখে ভিন্ন ধরনের আয়োজন করেছে গর্ভবতী ও প্রসূতি মায়েদের সেবা নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ডি-নেট এর আপনজন।

আপনজন ‘মোবাইল অ্যালায়েন্স ফর মেটার্নিটি অ্যাকশন-এমএএমএ’ কর্মসূচির আওতায় মোবাইল ফোনের মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মায়েদের সার্বিক সেবা দিয়ে থাকে।



তাদের সেবাগ্রহণকারী মায়ের সংখ্যা এখন পর্যন্ত পাঁচ লাখে উপনীত হয়েছে, যাকে একটি ‘মাইলস্টোন’ হিসাবে অভিহিত করেছে এমএএমএ। এই মায়েরা সবাই এ কর্মসূচির আওতায় নিবন্ধিত হয়ে সেবা গ্রহণ করছেন।

পাঁচ লাখ গর্ভবতী ও প্রসূতি মায়ের নিবন্ধিত ‘মাইলস্টোনকে’ উদযাপন করতে আগামী বৃহস্পতিবার গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এমএএমএ এর উদ্যোগে আয়োজন করা হয়েছে এক উৎসবের।

বুধবার এমএএমএ এর বিশেষজ্ঞ ও জনসংযোগ কর্মকর্তা নুসরাত ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এমএএমএ কর্মসূচিতে সহায়তা দিচ্ছে ইউএস এইড, জনসন অ্যান্ড জনসন, এমহেলথ অ্যালায়েন্স, জাতিসংঘ ফাউন্ডেশন ও বেবি সেন্টার।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।