ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ২২, ২০১৪
ময়মনসিংহে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় বেসরকারী এনজিও সংস্থা আশা’র ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু হয়েছে। রোববার আশা ভালুকা শাখার উদ্যোগে এ ক্যাম্প শুরু হয়।



ক্যাম্পের প্রথম দিন এলাকার প্রতিবন্ধী শিশু, দরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের নানা ধরণের রোগ ও শারীরিক সমস্যায় শতাধিক রোগীকে ফিজিওথেরাপি দেয়া হয়।


এ সময় প্রকল্প কর্মকর্তা (কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা) ডা. মো: আব্দুর রহমান, ফিজিও থেরাপিষ্ট ডা. ইসরাফিল হোসেন, ভালুকা শাখার রিজিওন্যাল ম্যানেজার আব্দুর রশিদ ও ব্র্যাঞ্জ ম্যানেজার মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৬২০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।