ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সৈয়দপুরে ইপিআই বিষয়ক অ্যাডভোকেসি সভা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
সৈয়দপুরে ইপিআই বিষয়ক অ্যাডভোকেসি সভা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৫ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুলতান মাহবুব।



এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক এবিএম রওশন আলম।

অনুষ্ঠানে ইপিআই কর্মসূচিতে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (পিসিভি) ও ইনঅ্যাকটিভেটেড পোলিও ভ্যাকসিন (আইপিভি) সংযোজন নিয়ে আলোচনা করা হয়। এই কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলায় ১২০টি টিকাদান কেন্দ্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।