ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৫
চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

চুয়াডাঙ্গা: ‘নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ্য জীবনের অঙ্গীকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সদর হাসপাতালের চত্বরের বটতলায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- ব্র্যাকের জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি ছিলেন- ডা. পরিতোষ কুমার ঘোষ, ডা. আবু বকর সিদ্দিক, ডা.এস.এম. নূর উদ্দিন রুমি ও ডা.শফিউজ্জামান সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।