ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাতক্ষীরায় ক্যান্সার রোগ নির্ণয় ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
সাতক্ষীরায় ক্যান্সার রোগ নির্ণয় ক্যাম্প ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় চলছে দিনব্যাপী বিনামূল্যে ক্যান্সার রোগ সচেতনতা ও নির্ণয় ক্যাম্প।

শনিবার (২২ আগস্ট) স্থানীয় শিল্পকলা ভবনে ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের সহযোগিতায় সাতক্ষীরা প্রেসক্লাব এ ক্যাম্পের আয়োজন করে।



সকালে ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হক।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভারতের বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের চিকিৎসক ডা. প্রবীর বিজয় কর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী প্রমুখ।

এদিকে, ক্যাম্পে সকাল থেকে সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র দিয়েছেন বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ডা. প্রবীর কুমার করের নেতৃত্বে এই ক্যাম্পে বারাসাত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টারের ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।