ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নিষ্ঠার সঙ্গে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
নিষ্ঠার সঙ্গে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম / ফাইল ফটো

রাজশাহী: চিকিৎসকদের নিষ্ঠার সঙ্গে সেবা দিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সভাকক্ষে চিকিৎসক ও বিএমএ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান।


 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসকদের উদ্দেশে বলেন, আমি চাই আপনারা কাজ করেন। সেবার মাধ্যমে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আপনারা আন্তরিক হলে যে কোনো অসাধ্য সাধন করতে পারেন।

রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রসঙ্গে, স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার জন্য আইন পাস হয়ে গেছে। এটি এখন আর কোনো স্বপ্ন নয়, এটি বাস্তব। রামেক হাসপাতাল ও কলেজকে হাত না দিয়ে রাজশাহীতে আলাদা জায়গায় মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা ভাবা হয়েছে। এজন্য প্রয়োজনীয় জায়গার খোঁজ চলছে। জায়গা পেলেই রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ।

নিজেদের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, চিকিৎসাসেবায় কাজের মান বৃদ্ধির চেষ্টা করছি। কিন্তু মনে রাখতে হবে আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে। এই মধ্যে দিয়েই আমাদের কাজ করে যেতে হবে। সেবার মান ঠিক রাখতে হবে। যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।  

রামেক হাসপাতালে মতবিনিময়কালে উপস্থিত চিকিৎসকরা হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা স্বাস্থ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে চিকিৎসক ও জনবল সঙ্কট, অত্যাধুনিক যন্ত্রপাতির প্রয়োজনীয়তা, আইসিইউকে ১০ শয্যা থেকে ২০ শয্যায় উন্নীতকরণ, ১০০০ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সাবস্টেশন বসানো ও নারী হোস্টেল ঊর্ধ্বমুখী করা উল্লেখযোগ্য।

চিকিৎসকদের মুখে সমস্যার কথা শুনে মন্ত্রী মতবিনিময় সভা থেকেই স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। এ সময় মন্ত্রী অধিদফতরের পরিচালককে একটি টিম গঠন করে রামেক হাসপাতাল পরির্দশনে আসার এবং সমস্যাগুলো সমাধানের জন্যও নির্দেশ দেন তিনি।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকাদের উদ্দেশে মন্ত্রী বলেন, যতোদূর সম্ভব রোগী ও স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কারণ চিকিৎসাসেবা একটি মহান পেশা।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এ দেশের মানুষ অসুস্থ হলে ভারতের চেন্নাই অথবা ভেলরে যাওয়ার চিন্তা করেন। কিন্তু আমাদের দেশেও ভালো মানের অনেক চিকিৎসকও আছে। চিকিৎসকদের কাজের বিষয়ে আরও বেশি মনোযোগী হতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এএসএম রফিকুল ইসলাম, রামেকের উপাধ্যক্ষ ডা. নওশাদ আলী, রামেক হাসপাতালের উপপরিচালক ডা. বেলাল, বিএমএ’র কেন্দ্রীয় সহসভাপতি ডা. তবিবুর রহমান, রাজশাহী জেলা বিএমএ’র সভাপতি ডা. এসআর তরফদার, সাধারণ সম্পাদক ডা. খলিলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।