ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে ক্যানসার চিকিৎসা অপ্রতুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
দেশে ক্যানসার চিকিৎসা অপ্রতুল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বর্তমানে ক্যানসার চিকিৎসা ব্যবস্থা একবারেই অপ্রতুল বলে জানিয়েছে বাংলাদেশ ক্যানসার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম।

রোববার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সেমিনারে বিষয়টি জানানো হয়।



সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. এম এ মালিক।

বাংলাদেশ ক্যানসার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম’র পরিচালক ডা. মো. আব্দুল্লা হাই বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ১৬ কোটি মানুষের দেশে ১শ ৬০টি ক্যানসার প্রতিষ্ঠান থাকার কথা। কিন্তু বাংলাদেশে সরকারি-বেসরকারি সব মিলিয়ে মাত্র ২০টি ক্যানসার চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে।

তিনি আরও জানান, ক্যানসার চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল হওয়ার কারণে রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে না পারায় অনেক রোগী বিদেশমুখী হচ্ছেন।

এম এ মালিক লিখিত বক্তব্যে বলেন, প্রতি বছর দুই লাখ ৫০ হাজার লোক ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এ রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে।

বিশ্ব ক্যানসার দিবস পালনের মাধ্যমে দেশের মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করতে হবে বলেও জানান তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ডা. বদিঊজ্জামান ভূঁইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
ইউএম/আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।