ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জলঢাকায় শিশু সুরক্ষা বিষয়ক সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
জলঢাকায় শিশু সুরক্ষা বিষয়ক সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) জলঢাকা পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মেয়র ইলিয়াস হোসেন বাবলু।

সেখানে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়, কাউন্সিলর মোসফেকুর রহমান চৌধুরী, ওলামালীগের সভাপতি এমদাদুল হক, শিক্ষক মর্তুজা ইসলাম ও জলসিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি আব্দুল হাই সৌরভ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন ল্যাম্বের ফ্যাসিলেটর মোস্তাফিজুর রহমান লেবু। ল্যাম্বের আয়োজনে ও প্ল্যানের সহযোগিতায় শিশু সুরক্ষা কমিটির ওই সভায় বাল্যবিয়ে, শিশু নির্যাতন প্রতিরোধ ও শিশুদের শতভাগ স্কুলে যাওয়া নিশ্চিতকরণে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।