পঞ্চগড়: পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা দিচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পঞ্চগড় শাখা।
বুধবার (২৩ মার্চ) দুপুরে সদ্য বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পঞ্চগড় শাখার ব্যাবস্থাপক আবুল হাসান, বিলুপ্ত গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান মফিজার রহমান উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিলুপ্ত গাড়াতি ছিটমহলের ৫০০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হবে।
মেডিকেল ক্যাম্পে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারাম আলী এবং রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা. মুহতারিম সিফাত চিকিৎসা দেবেন।
এ সময় রোগীদের ব্যাবস্থাপত্রের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
আরএ