ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সুযোগ পেলে প্রতিবন্ধীরাও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
সুযোগ পেলে প্রতিবন্ধীরাও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং সঠিক সেবা যত্ন পেলে প্রতিবন্ধীরাও সমাজের জন্য অনেক কিছু করতে পারে। তারাও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



শনিবার (০২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি নিউট্রিশন অ্যান্ড অটিজম রিসার্চ সেন্টার সোসাইটির (নার্ক) উদ্যোগে ‘লাইট ইট আপ ব্লু ক্যাম্পেইন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল যে জনহিতৈষী কাজ করে যাচ্ছেন তা বিশ্বব্যাপী প্রশংসনীয়। শেখ হাসিনাও  প্রতিবন্ধীদের উন্নয়নে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন।

তিনি বলেন, বাজেট প্রণয়নের সময় প্রতিবন্ধীদের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে তাদের জন্য বরাদ্দ আরও বাড়ালে দেশ গঠনে তারাও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
এসব কর্মকাণ্ডে সরকা‍রের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পরে মানিক মিয়া এভিনিউয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নেন তিনি।     

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসএম/এমএ    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।