ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে ৯ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
সাভারে ৯ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ৯ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৬ উপলক্ষে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০২ এপ্রিল) দুপুরে সাভার উপজেলার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান।

প্রধান অতিথি ডা. এনামুর রহমান বলেন, অটিস্টিকদের সমাজের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। অবজ্ঞা, অবহেলা না করে তাদের যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করতে হবে।

অটিস্টিক ব্যক্তিদের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা,এপ্রিল ০২,২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।