ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বৈশ্বিক তামাক নিয়ন্ত্রণ প্রতিযোগিতায় রানার্স আপ হাসিব জামান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মে ৩০, ২০১৬
বৈশ্বিক তামাক নিয়ন্ত্রণ প্রতিযোগিতায় রানার্স আপ হাসিব জামান

ঢাকা: বৈশ্বিক তামাক নিয়ন্ত্রণ প্রতিযোগিতায় বাংলাদেশে বাজারজাত করা বেনসন অ্যান্ড হ্যাজেসের (বিঅ্যান্ডএইচ) ছবি দিয়ে রানার্স আপ হয়েছেন হাসিব জামান।

সোমবার (৩০ মে) আয়োজক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে।

হাসিব জামানের সঙ্গে ‘উইলস ক্লাসিক’ সিগারেটের মোড়কের ছবি দিয়ে যৌথভাবে রানার্স আপ হয়েছেন ভারতের বিজয় ভাস্করও।

বাংলাদেশের নারী ও শিশুরা কীভাবে তামাকের ভয়াবহ করাল গ্রাসের শিকার হচ্ছে তাও ফুটিয়ে তোলা হয়েছে ওই ছবিতে।

 একই সঙ্গে সাধারণ মোড়ক ও কার্যকর স্বাস্থ্য সতর্কবাণী, তামাকের বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং থেকে নাগরিকদের রক্ষা বিষয়টি রয়েছে।

এর আগে গত এপ্রিলে ‘বৈশ্বিক তামাক নিয়ন্ত্রণ’ প্রতিযোগিতার জন্যে নিজ নিজ দেশ থেকে বিভিন্ন সিগারেটের মোড়কের ছবি জমা দিতে আহ্বান জানায় জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ।

একই সঙ্গে সিগারেটের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণী বা সাধারণ মোড়ক কতটা জনস্বাস্থ্যে কার্যকর তাও ফুটিয়ে তুলতে বলা হয়।

আর এ আহ্বানে সাড়া দিয়ে প্রতিযোগিতায় বিশ্বের ২০ টি দেশ থেকে ৪০টির বেশি ছবি জমা পড়ে।

এসব ছবি থেকে বাছাই করে প্রথম হয়েছেন মধ্য আফ্রিকার দেশ মালাউয়ের লিম্বিকা মালিউইছি সেঙ্গাইনিমালুনজে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।