ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুষ্টিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
কুষ্টিয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন

শনিবার (১০ ডিসেম্বর) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া: শনিবার (১০ ডিসেম্বর) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে কুষ্টিয়া সিভিল সার্জন কনফারেন্স রুমে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।



কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন-সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আল-মামুন সাগর ও মেডিকেল অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।

এসময় ‘এ’ প্লাস সম্পর্কিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেডিকেল অফিসার ফাতেমা-তুজ-জোহরা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।