ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাতে বিকল-দিনে সচল

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স’র ‘হট লাইন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স’র ‘হট লাইন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাত-দিন ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হট লাইন’ চালু করা হলেও অর্ধেক সময় সুবিধা পাচ্ছে না শ্রীমঙ্গলবাসী।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): রাত-দিন ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হট লাইন’ চালু করা হলেও অর্ধেক সময় সুবিধা পাচ্ছে না শ্রীমঙ্গলবাসী।

রসিকতা করে কেউ কেউ বলেন, ‘ভুতুড়ে কাণ্ড’।

কেননা দিনে ‘জরুরি ফোন’টি চালু থাকলেও রাতে হতে না-হতেই বিকল হয়ে যায়!

এক ভুক্তভোগী অভিযোগ করেন, রাতে কর্তব্যরত চিকিৎসক ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েন বলে রোগীদের হয়রানির শিকার হতে হয়।

তিনি বলেন, বুধবার (৭ ডিসেম্বর) গভীর রাতে আমার স্ত্রী তীব্র জ্বর এবং হাই ব্লাড সুগারে আক্রান্ত হলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ফোনে (০১৭৩০৩২৪৭৩৯) কমপক্ষে ২০ বার কল করি- প্রতিবারই বন্ধ পাই।

জানা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) রাতে ডা. মহসীন কর্তব্য পালন করছিলেন।

এ প্রসঙ্গে শ্রীমঙ্গল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন টিটু বাংলানিউজে বলেন, ওই ফোনটি প্রায়ই বিকল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিবিবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।