বৃহস্পতিবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পাবলিক হেলথ ফাউন্ডেশন আয়োজিত ‘স্বাস্থ্য বাজেট ২০১৭-১৮’ শীর্ষক গোলটেবিল আলোচনাসভায় বক্তারা এ আহ্বান জানান।
বক্তরা বলেন, স্বাস্থ্য বাজেট ঠিকমতো হলেও তার বাস্তবায়ন হয় না।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ মানবাধিকার ও মানব উন্নয়নের সূচক। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ধনী-গরিব সব মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
সরকারের কাছে সুপারিশ জানিয়ে বক্তারা বলেন, গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অফিস থেকে আলাদা ইউনিট গঠন করা যেতে পারে। অনেক চিকিৎসক গ্রামে যেতে চায় না, সবাইকে দু’বছরের জন্য হলেও গ্রামে দেওয়া উচিত।
ডা. ফাতেমা আশরাফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান ডা. আ এ মো. মহিউদ্দিন ওসমানী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা প্রফেসর ডা. মোজাহেরুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
এসটি/জিপি/এএ