রক্ত গ্রহণে সাবধান হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
ঢাকা: রক্ত গ্রহণের ক্ষেত্রে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে স্বেচ্ছায় রক্তদাতাদের মতোই পেশাদার রক্তদাতা রয়েছে। যারা নেশার অর্থ যোগাতে রক্ত বিক্রি করে থাকেন। এদের বিষয়ে সচেতন হতে হবে।
শনিবার (১৩ মে) রাজধানীর বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে অনেক স্থানে রক্ত দেয়া পেশা।
কিছু ক্লিনিক ব্যবসায়িক কারণে এ কাজ করে থাকেন। রক্তের জরুরি প্রয়োজনে মানুষ বিষন্ন থাকে। তখনই ভুলবসত মানুষের শরীরে দূষিত রক্ত প্রবেশ করে। ভূয়া ব্লাড ব্যাংক বন্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সেন্টার ফর নেগেটিভ গ্রুপ রেসপন্স অ্যান্ড রিসার্চ নামে রক্তদাতাদের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে।
সংগঠনের সভাপতি ডা. গোবিন্দ চন্দ্র দাশের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আহসান খান।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এমএন/এসএইচ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।