স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠার আগে সেখানে দ্রুততম সময়ের মধ্যে একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র চালু করারও নির্দেশ দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেজড হেলথ কেয়ার কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. আবুল হাশেম মঙ্গলবার (১৮ জুলাই) এলাকাটি সরেজমিন পরিদর্শন করে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের কাজ শুরুর জন্য স্থানীয় বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (১৯ জুলাই) থেকে ত্রিপুরাপাড়া ও অাশপাশের আক্রান্ত এলাকার প্রতিটিতে একটি করে দু’টি অস্থায়ী টিকাদান কেন্দ্র, একটি করে স্যাটেলাইট স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং পনের বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের হাম রোগের প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হবে।
এদিকে ত্রিপুরাপাড়ার শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৬ স্বাস্থ্য সহকারীকে বদলি করা হয়েছে। তাদেরকে তিনদিনের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম সিভিল সার্জন এ বদলির আদেশ জারি করেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এমএন/জেডএস