শৈশব স্মৃতির ঘটনাগুলো সবই যে ঘরের ভিতর তা কিন্তু নয়, বরং ঘরের বাইরের স্মৃতিগুলোই বেশি রোমাঞ্চকর ও প্রিয়। হ্যাঁ, তা যদি হয় মশার উৎপাতমুক্ত।
বাইরে খেতে গেলে মশা বড় যন্ত্রণাকর। বিচ্ছু মশাগুলো লুকিয়ে থাকে স্কুলের বেঞ্চের নিচে, বাস স্টপ বা খেলার মাঠে। পদে পদে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া হওয়ার ভয়। মায়ের কড়া শাসনও রেডি! ‘একদম ঘর থেকে নড়বে না’! মুখ গোমড়া করে কতো বিকেল আর ঘরে বন্দি থাকা যায়।
আর মা বেচারিই-বা কী করবেন! মশাবাহিত রোগবালাই নিয়ে তার দুশ্চিন্তা তো আর অমূলক নয়। এমন কোনো উপায় কী আছে, যাতে বাচ্চারাও বাইরে খেলবে আবার বাবা-মায়ের চিন্তাও থাকবে না; মানে, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া হওয়ার ভয় নেই?
উত্তর, আছে। কী, কী, কী? ডাবুরের নতুন অডোমস ক্রিম। তারা দাবি করছে, এটি শতভাগ প্রাকৃতিক মশা বিতাড়ক।
আরও রয়েছে চারটি মহাগুণ:
• একবার ক্রিম লাগানোর পর আট ঘণ্টারও বেশি মশা তাড়াতে সুরক্ষা দেয়।
• ত্বককে মশার জন্য অদৃশ্য করে তোলে।
• ন্যাশনাল ইনটিগ্রেটেড মেডিকেল অ্যাসোসিয়েশন স্বীকৃত, এটি ত্বকের অন্যকোনো পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে না এবং কাজ করে প্রাকৃতিকভাবে।
• কোনো ধরনের ক্ষতিকর কেমিকেল এতে ব্যবহার কা হয়নি যা শিশুর শরীরের জন্য ঝুঁকি হতে পারে।
বাবা-মায়ের চিন্তা দূর, আর ছোট্ট বন্ধুরা জলদি গিয়ে মা-বাবাকে নতুন এই অডোমসের খবর দাও।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৭
এসএনএস