শুক্রবার (২৭ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্ট আয়োজিত ‘১২তম মেডিকেল বায়োকেমিস্ট কনফারেন্স-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের সঙ্গে বিশেষায়িত জ্ঞানকে যুক্ত করা জরুরি।
স্পিকার বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির ঠিকানায়। অর্থনৈতিক সূচকের পাশাপাশি সব সামাজিক সূচকে বাংলাদেশের অবস্থান আজ সুদৃঢ়।
অনুষ্ঠানে প্রফেসর ডা. ইকবাল আর্সেনালকে আজীবন সম্মাননা পদক দেওয়া হয়।
বিএসএমবি’র সভাপতি প্রফেসর ড. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষাবিদ প্রফেসর ডা. টিএ চৌধুরী, বিএসএমএমইউ’র উপাচার্য প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য বিভাগের সচিব ফায়েজ আহমেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
পিআর/জেডএস