ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে ১২ ডেঙ্গু রোগী শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ঝিনাইদহে ১২ ডেঙ্গু রোগী শনাক্ত

ঝিনাইদহ: গত ১৫ দিনে ঝিনাইদহে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ১২ জন। এদের মধ্যে ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকিরা চিকিৎসাধীন। 

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী বাংলানিউজকে জানান, গত ১৩ জুলাই (শনিবার) থেকে রোববার (২৮ জুলাই) পর্যন্ত সদর হাসপাতালে ১০ জন রোগী জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। পরে তাদের রক্ত পরীক্ষা করে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে।

 এদের মধ্যে তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ছয়জন ও বাকি একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন জেলার শৈলকুপা উপজেলার বিপ্রবকদিয়া গ্রামের আরও দু’জন।  

ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও মৌখিকভাবে পরামর্শসহ আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান ডা. আয়ুব আলী।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।