ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: শিশুসহ বিদেশ ফেরত ৩ জন হাসপাতালে ভর্তি  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, মার্চ ৯, ২০২০
করোনা: শিশুসহ বিদেশ ফেরত ৩ জন হাসপাতালে ভর্তি  

ঢাকা: শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়ায় সিঙ্গাপুর ফেরত এক বাংলাদেশি শিশুসগ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায়  তাদের রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয় বলে বিমানবন্দর সূত্র জানায়।  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ বাংলানিউজকে বলেন, ওই শিশু সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সোমবার দেশে ফিরলে বিমানবন্দরে করোনা ভাইরাসের লক্ষণ ধরা পড়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।
 
শাহরিয়ার সাজ্জাদ বলেন, ইতালি থেকে আসা দুজন ও সিঙ্গাপুর থেকে আসা এক শিশুকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।