ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পঞ্চগড়ে হোম কোয়ারেন্টিনে ১৯২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
পঞ্চগড়ে হোম কোয়ারেন্টিনে ১৯২ জন

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনসহ মোট ১৯২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

রোববার (২২ মার্চ) সকালে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

বাংলানিউজকে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৬ জনসহ বিদেশ ফেরত মোট ১৯২ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদের মধ্যে চার জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ১৯২ জনের মধ্যে কারও শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি। আমরা সবসময় তাদের খোঁজ-খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।