মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন ডা. গাওসুল আজিম চৌধুরী।
তিনি জানান, রোববার (২২ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রাথমিকভাবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতালকে আইসোলেশন ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. শফিকুল আমিন কাজল বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে ১১১ রোগীকে ছুটি দেওয়া হয়েছে। যাদের আরও চিকিৎসার প্রয়োজন তাদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকেই পুরো হাসপাতাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত রোগীদের এখানে ভর্তি শুরু করা যাবে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
কেইউএ/এবি